সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্টিত হতে যাচ্ছে। কাউন্সিলকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কাউন্সিলকে ঘীরে তৎপরতা চালাচ্ছেন পদ প্রত্যাশীরা। নবীগঞ্জে বিএনপির সম্মেলনের আয়োজনে উজ্জীবিত নেতাকর্মীরা। (৯ই নভেম্বর) নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্টিত হবে। গতকাল শনিবার প্রার্থীতা যাচাই বাছাই প্রতীক বরাদ্দ দিনে বিএনপির বহিস্কৃত সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন। কেন্দ্রীয় বিএনপির একটি চিঠি আসে প্রধান নিবার্চন কমিশনার কাছে চিঠিতে উল্লেখ আছে যে দলের কার্যক্রমে সে প্রাথীর দশ বছর ধরে দলীয় কোন কর্মসূচিতে অংশ গ্রহন নাই সে প্রার্থী দলীয় কোন পদে অংশ নিতে পারবেনা ।নিবার্চন কমিশনার জানান তাদের কাছে অভিযোগ রয়েছে মতিউর রহমান পেয়ারা তিনি দীর্ঘদিন যাবত দলের কোন কাযক্রমে উপিস্থিত ছিলেন না। এমন অভিযোগের কারনে তার প্রার্থীতার সিদ্ধান্ত আগামী ১ তারিখ নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এডঃ মুদ্দত আলী। এছাড়া বাকী সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামন চৌধুরী নোমান, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন,সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন,সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী,সাবেক উপজেলা যুবদলের সভাপতি মজিদুল করিম মজিদ,সাবেক বিএনপি নেতা সফিউল আলম, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গনি চৌধুরী সোহেল,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন,বিএনপি নেতা শাহেদ তালুকদার, সানেক ছাত্র ও যুব নেতা অলিউডর রহমান অলি।নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে।সভাপতি প্রার্থীদের দিন-রাত চলছে নির্ঘুম প্রচারণা। আগামী ৯ই নভেম্বর উপজেলায় ১৩ টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন।
সংবাদ শিরোনাম ::
৯ই নভেম্বর নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল
- নবীগঞ্জ প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৯:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- ১৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস :