ঢাকা সিলেট মহা সড়কে অবস্থিত নবীগঞ্জ উপজেলার ৩টি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আজ (১০ জুলাই) বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় ডিজেল, অকটেন পরিমাপে কম দেয়ার( প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম) অপরাধে ‘ওজন ও মানদন্ড আইন, ২০১৮ এর ৪৬, ৪৮ ধারা মোতাবেক রশিদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, স্টোরেজ ট্যাংকের লাইসেন্স এর নবায়ন না থাকায় নাঈমা ফিলিং স্টেশন ও সুরমা ফিলিং স্টেশনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। প্রসিকিসন দাখিল করেন বিএসটিআইয় কর্মকর্তা মাসুদ রানা। এ সময় সার্বিক সহযোগিতা করেন এস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ।অভিযানের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, রশিদ ফিলিং স্টেশন কে দ্রুত কারিগরি ত্রুটি সারানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের কর্মকর্তা সহায়তা ও মনিটরিং করবেন।
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২০ হাজার টাকা জরিমানা
- মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জঃ
- আপডেট সময় ০৯:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- ১৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ