শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর আয়োজনে নাটকের মৌলিক বিষয়ের উপর ৩ দিন ব্যাপী নাট্য কর্মশালা সমাপ্ত হয়েছে। আজ (৬আগষ্ট) শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সংগঠনের সহসভাপতি জিতু আহমেদ মাখন, সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সম্পাদক মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, দেশ নাট্যগোষ্ঠীর সদস্য বাবুল আহমেদ, আল আমিন ও প্রশিক্ষক ফখরুল হামিদ প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে অভিনয়ে আগ্রহী ১০ জন স্কুল কলেজের শিক্ষার্থী নিয়ে নাট্য কর্মশালা শুরু হয়। সমাপনি দিনে ১০ মিনিটের একটি ইম্প্রভাইজেন প্রদর্শন করে প্রশিক্ষণার্থীরা প্রসংশা অর্জন করেছে।