ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতরা হলেন মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেল আরিফ(১৯)ও ফরাশ উদ্দিনের ছেলের লিটন (২০)। এসময় রনি নামে অপর একজন গুরুত্ব আহত হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ জানান, আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রীজ এলাকায় এঘটনা ঘটে।মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্বার করেছে। মোটরসাইকেল যোগে তিন যুবক মহাসড়কে উল্লেখিত এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন আরিফ ও লিটন মারা যায়।
গুরুত্বর আহত অবস্থায় রনি কে উদ্বার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।