🎖️পোড়া গোলাপ🎖️
চম্পক দাম
~~~~~~~~~~~~~~~~~~~
তোমার সাথে কথায় কথায়
আমার কেন দ্বন্দ্ব?
ভালোবাসার লাল গোলাপে
কেমন পোড়া গন্ধ।
পরশু যাহা সবুজ ছিল
আজ কেন তা কালো?
মনের ঘরে ছোট্ট কোনে
মিষ্টি আলো জ্বালো।
বন্ধ মনে গন্ধ লাগে
ভ্যাপসা ভ্যাপসা ভাব
মনের দুয়ার খুলেই দেখো
কেমন চমৎকার।
সুখের চাবি তোমার হাতে
আমার হাতে তালা
তালা চাবি এক না হলে
খুলবে না জানালা।
চম্পক দাম
ওসি (তদন্ত)
লাখাই থানা, হবিগঞ্জ।
২৯ জুন ২২খ্রিঃ।