অনুসন্ধানী সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া এওয়ার্ড পাওয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে দৈনিক আমাদের সময় হবিগঞ্জ জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আজ রবিবার দুপুরে প্রতিনিধিবৃন্দরা সৌজন্যে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত জেলা প্রতিনিধি এড্ রুহুল হাসান শরীফ, চুনারুঘাট প্রতিনিধি মহিদ আহমদ চৌধুরী, বাহুবল প্রতিনিধি আব্দুল আউয়াল তবিলদার, মাধবপুর প্রতিনিধি অলিদ মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাস।এছাড়া ভোরের পাতা মাধবপুর প্রতিনিধি শেখ জাহান রনি ও হবিগঞ্জ একতা সার্বেয়ার সমিতির সভাপতি মীর গোলাম রব্বানীও উপস্থিত ছিলেন।
উল্লেখ, সাংবাদিক শোয়েব চৌধুরী সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখার “বসুন্ধরা মিডিয়া এওয়ার্ড” পেয়েছেন।তিনি সকলের নিকট ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সকলের দোয়া চেয়েছেন।