প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬মে) বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মধ্যবাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুনারুঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহজাহান সামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তালুকদার সায়েম পরিচালনায় এতে উপজেলা, কলেজ ও পৌর শাখার ছাত্র লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তরা বলেন, যারা দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করতে পারে তারা দেশ ও জনগণের শত্রু। তারা জনগণের মঙ্গল কামনা করে না। তাদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গ, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করুচিপূর্ণ বক্তব্য দেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ।