নবীগঞ্জে ইয়াবা মামলার ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী (জি আর ১৯২/১৮) জাকির হোসেন সোহাগ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোহাগ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মুত্তাব্বির হোসেনের পুত্র।র্যাব-৯ জাকির হোসেন সোহাগকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এস আই মৃদুল ভৌমিক বলেন,গ্রেফতারকৃত সোহাগকে বুধবারে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,ইয়াবা বিক্রির পাশাপাশি জাকির হোসেন সোহাগ বিভিন্ন সময় বিভিন্ন রূপে মেয়েদের সাথে প্রতারণা করার দায়ে এক মহিলার পর্নোগ্রাফি মামলা দায়ের করে । ওই মামলায় গত ২০২১ সালের ২ জুন র্যাব-৯ তাকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করে।গ্রেফতারের কিছুদিন পর জামিনে মুক্তি পায় সোহাগ।জামিনে মুক্তি পেয়ে আবার শুরু হয় তার ইয়াবা বিক্রির জমজমাট ব্যবসা। ২৫ মে মঙ্গলবার ইয়াবা মামলায় শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।