হবিগঞ্জ ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের এ.জেট.টি মডেল একাডেমির জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন Logo প্রাথমিকের স্কুলে পবিত্র আল-কোরআনের ভাস্কর্য Logo সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা আসাদ মুরাদ তালুকদার প্রার্থী হিসেবে আলোচনায় Logo আজমিরীগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা Logo চুনারুঘাটে বিএনপির দুই প্রয়াত নেতা রাজন ও জলিলের করব জিয়ারত করলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম Logo মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি’র পতাকা তলে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই-সৈয়দ মোঃ ফয়সল Logo সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হলেন হবিগঞ্জের শেখ নাজমুল হক Logo চুনারুঘাটে পিতা নিখোঁজ: জীবিত উদ্ধারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন Logo সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক Logo সাতছড়ি জাতীয় উদ্যানের দামী সেগুন গাছ চুরি

ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী চা কণ্যাদের পাশে ইনারহুইল ক্লাব

চা বাগানের বস্তিতে জন্ম আর দারিদ্রের মাঝে বেড়ে উঠা কিশোরী সুরভী, জয়া ভৌমিক, এলপি সাঁওতাল আর বৃষ্টি উড়াং। এই দারিদ্রের মাঝেও ফুটবল পায়ে অনন্য শৈলি দিয়ে তারা জেলার সীমানা পেড়িয়ে সারাদেশেই সম্ভাবনাময় নারী ফুটবলার হিসাবে পরিচিতি লাভ করেছে। নিজেদের স্কুলকে সিলেট বিভাগে সেরাস্থান এনে দেয়ার পাশাপাশি বুট পায়ে জেলাদলের পক্ষেও নিয়মিত খেলছে তারা। তাদেরকে অনুসরণ করে এখন জেলার চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে কিশোরীদের মাঝে বৃদ্ধি পেয়েছে ফুটবল চর্চা। চা-বাগান এলাকায় প্রতিষ্ঠিত তাহের সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে পড়ালেখাও করছে তারা। ফুটবলে নারীদের এই এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল কাব অব হবিগঞ্জ। সোমবার বিকেলে তাহের সামছন্নাহার উচ্চ বিদ্যায়ে ওই কাবের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে জার্সি এবং ফুটবল। পিংক ফাস্ট শ্লোগান সম্বলিত এই জার্সি গায়েই চা কণ্যারা এবার হবিগঞ্জ, সিলেট তথা ঢাকায় মাঠ মাতাবে।
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাছকিরা আক্তার জুবিলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতি, ভাইস প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন, ক্লাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা ও সদস্য দেলোয়ারা চৌধুরী এবং তাহের সামছুন্নাহার স্কুলের শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষক।
সুন্দর জার্সি আর নতুন ফুটবল পেয়ে কিশোরী ফুটবলাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে নেমে যায় মাঠে। অতিথিরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন তাদের ফুটবল দক্ষতা। অনেকেই সেলফি তুলে উৎসাহদের এই চা কণ্যাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটের এ.জেট.টি মডেল একাডেমির জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী চা কণ্যাদের পাশে ইনারহুইল ক্লাব

আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

চা বাগানের বস্তিতে জন্ম আর দারিদ্রের মাঝে বেড়ে উঠা কিশোরী সুরভী, জয়া ভৌমিক, এলপি সাঁওতাল আর বৃষ্টি উড়াং। এই দারিদ্রের মাঝেও ফুটবল পায়ে অনন্য শৈলি দিয়ে তারা জেলার সীমানা পেড়িয়ে সারাদেশেই সম্ভাবনাময় নারী ফুটবলার হিসাবে পরিচিতি লাভ করেছে। নিজেদের স্কুলকে সিলেট বিভাগে সেরাস্থান এনে দেয়ার পাশাপাশি বুট পায়ে জেলাদলের পক্ষেও নিয়মিত খেলছে তারা। তাদেরকে অনুসরণ করে এখন জেলার চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে কিশোরীদের মাঝে বৃদ্ধি পেয়েছে ফুটবল চর্চা। চা-বাগান এলাকায় প্রতিষ্ঠিত তাহের সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে পড়ালেখাও করছে তারা। ফুটবলে নারীদের এই এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল কাব অব হবিগঞ্জ। সোমবার বিকেলে তাহের সামছন্নাহার উচ্চ বিদ্যায়ে ওই কাবের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে জার্সি এবং ফুটবল। পিংক ফাস্ট শ্লোগান সম্বলিত এই জার্সি গায়েই চা কণ্যারা এবার হবিগঞ্জ, সিলেট তথা ঢাকায় মাঠ মাতাবে।
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাছকিরা আক্তার জুবিলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতি, ভাইস প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন, ক্লাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা ও সদস্য দেলোয়ারা চৌধুরী এবং তাহের সামছুন্নাহার স্কুলের শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষক।
সুন্দর জার্সি আর নতুন ফুটবল পেয়ে কিশোরী ফুটবলাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে নেমে যায় মাঠে। অতিথিরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন তাদের ফুটবল দক্ষতা। অনেকেই সেলফি তুলে উৎসাহদের এই চা কণ্যাদের।