সুনামগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ বিষয়ে খাদ্য বিভাগের কর্মকর্তা, মিলার ও ডিলারদের সাথে মতবিনিময় সভা করছেন খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জে সার্কিট হাউজ অংশীজনের সাথে মত বিনিময় সভা করেন। সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-সুনামগঞ্জের-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রনালয়ের সচিব ডা. মোছাম্মাৎ নাজমানারা খানুমসহ খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকই।
সভা শেষে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ অতিথিবৃন্দরা বিভিন্ন এল,এস,ডি অফিস পরিদর্শন, বৃক্ষ রোপণ ও হাওরের রক্ষাবাধ পরিদর্শন করেন।