চুনারুঘাটে পূর্ব বিরোধ ও হবিগঞ্জ আদালতে মামলা করার অভিযোগে একই পরিবারে মেয়ের জামাতা, মেয়ে-ছেলে সন্তানসহ ১১ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন সাবেক সেনা সদস্য তাউছ মিয়া সহ একদল দুর্বৃত্ত। গত বুধবার দুপুর ১টায় উপজেলা সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের পীরের বাড়ির পূর্ব দিকে রাস্তায় এ ঘটনাটি ঘটেছে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন হবিগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে ঘরগাঁও গ্রামের পীরের বাড়ির পূর্ব দিকে রাস্তায় পাশে পৌছলে সিএনজি আটকে ও পূর্ব থেকে উৎপেত থাকা তাউছ মিয়া, জিগর মিয়া ও চুনু মিয়া সহ একদল দুর্বৃত্তরা মামলা বাদী জমিলা খাতুনের পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা দেশী অস্ত্র রামদা, লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করে।
আহতরা হলেন-মামলার বাদী ঘরগাঁও গ্রামের জমিলা খাতুন, তার মেয়ের জামাই শামীম মিয়া, মেয়ে মোছাঃ আলোফা আক্তার, সন্ধা আক্তার, সুফিয়া বেগম, আব্দুল মতলিব, তাহের মিয়া, নুরুল হক, রিতা বেগম ও দিলগাঁও গ্রামের মোসাহিদ মিয়া সহ অনেকেই। স্থানীয়রা পরে আহতদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে আসেন। আহদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৫জনকে প্রথমে হবিগঞ্জ সদর পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। মারামারি ঘটনায় চুনারুঘাট থানা ও হবিগঞ্জ আদালতে ৯জনকে আসামী করে জমিলা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে আদালতে মামলা করায় একই পরিবারের ১১ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বত্তরা
- চুনারুঘাট প্রতিনিধি:
- আপডেট সময় ১২:৫৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- ১৪১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ