চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচ্ছাকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল আউয়াল (৩৭)।
তিনি ইচ্ছাকোটা গ্রামের মৃত মৃত আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, নিহত আউয়াল ওই একই গ্রামের একটি ফসারিতে মটর স্থাপন কাজ করছিলে। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎ বন্ধ না করে একটি তারে সাথে অন্য একটি তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন।
বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যু বিষয়টি সত্যতা স্বীকার করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ।