চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ছনখলা গ্রামে একটি বনো মায়া হরিণকে জবাই করে খাওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রেমা বিট অফিসার ছালেকিন নেওয়াজ বাদী হয়ে চুনারুঘাট থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছনখলা গ্রামের মহরম আলী, আব্বাছ মিয়া, এংরাজ মিয়া, জাহির উদ্দিন, নুর মিয়া, আঃ করিম ও অপর কয়েকজনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত বুধবার সকালে রেমা বনের একটি মায়া হরিণকে জবাই করে ভাগবাটোয়ারা করে নেন দক্ষিণ ছনখলা গ্রামের কয়েকটি পরিবার।
বিষয় বনবিভাগের কর্মীরা প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা ও আলামত না পাননি।
পরদিন গণ মাধ্যমে ছবি সহ সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেন বনবিভাগের সহকারী পরিচালক মোঃ মারুফ হোসেন, রেঞ্জ অফিসার খলিলুর রহমান সহ কয়েকজন বনকর্মকর্তা।
পরে চুনারুঘাট থানায় এ অভিযোগ দায়ের করেন।
বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, অভিযোগ হয়েছে।
তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।