দেশ ও প্রবাসে বসবাসরত সবাইকে তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে-
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন-তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম
তিনি জানান..
সকল আগামীর
গভীর প্রত্যাশায়
আমরা বাঙালিজাতি
‘পহেলা বৈশাখ’
বর্ষ বরনের মধ্য দিয়ে
নব নব স্বপ্নের
বুনিয়াদ তৈরি করি ।
এই শুভদিনটিকে
সামনে রেখে
আমি জানাই সকল শুভাকাঙ্ক্ষীদেরকে
বাংলা নববর্ষ
চৌদ্দ শতত ঊনত্রিশ সনের রঙিন শুভেচ্ছা ।
ধন্যবাদক্রমে –
মোঃ তাজুল ইসলাম
বিশিষ্ট সমাজ সেবক
চুনারুঘাট, হবিগঞ্জ।
উপদেষ্টা- দৈনিক আলোকিত হবিগঞ্জ.কম।