সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের বিভিন্ন হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। আজ (১৩এপ্রিল) বুধবার দুপুরে উপজেলার নাইন্দার হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেন মুহিবুর রহমান মানিক।
হাওর পরিদর্শনের সময় এমপি মুহিবুর রহমান মানিক বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আগাম বন্যার আশঙ্কা রয়েছে তাই শতকরা ৮০ ভাগ পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দেন তিনি।
কৃষকদের উদ্দেশ্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসল ও হাওর পাড়ের মানুষদের রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। হাওরবাসী যাতে নির্বিঘ্নে তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ সার্বক্ষণিক তদারকি করছেন। ২০১৭ সালে সুনামগঞ্জে ফসলহানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টানা ১৩ মাস হাওরবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে যা ইতিহাসে বিরল ঘটনা।
এসময় এমপি মানিক আক্ষেপ করে বলেন, দোয়ারারে সবকটা হাওর এখনো অরক্ষিত অবস্থায় আছে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারের দেয়া শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে কৃষি পণ্য কম্বাইন হারভেষ্টার বিতরণ করেন এমপি মুহিবুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, আ’লীগ নেতা মোশাহিদ আলী, আনোয়ার হোসেন মিস্টার, রফিক উদ্দিন, পাউবো’র এসও আবু সায়েম সাফিউল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, তাজুল ইসলাম, নুর উদ্দিন প্রমুখ।পি আই সির সভাপতিগন বলেন আকস্মিক বন্যা আসায় অতিরিক্ত লেবার ও জিও ব্যাগ বাঁশ লাগানো হয়েছে যদি আমাদের ন্যায্য পাওনা গুলো যাথে সঠিক ভাবে পাওয় যায় প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়