বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা দিতে বিশেষ সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। এছাড়ও গৃহহীনদের বসবাসের জন্য তৈরি ঘর হস্তান্তরের ও উদ্বোধন করা হয়। আজ (১০ এপ্রিল) রবিবার সকাল ১১টার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা দিতে বিশেষ সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি ঘর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানটি বানিয়াচং থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।এতে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সাংবাদিক হৃদয় খান,দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান, থানায় কর্মরত পুলিশবৃন্দ প্রমুখ।