হবিগঞ্জের মাধবপুরে ৩ সন্তানের জননী পরকিয়া প্রেমিকের সহায়তায় টাকা আত্মসাৎ, হত্যার হুমকি, বাড়ি ঘর ছাড়া করা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিতে আতংকিত এক কুয়েত প্রবাসী । আজ বুধবার (৬এপ্রিল) সকালে উপজেলার মিঠাপুকুর গ্রামের কুয়েত প্রবাসী জালাল মিয়া তার স্ত্রী মনোয়ারা বেগমের বিরুদ্ধে এসব অভিযোগ এনে মাধবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
জালাল মিয়া জানান, প্রায় ২৫ বছর আগে মনোয়ারাকে ইসলামী শরীয়ত মোতাবেক রেজিষ্ট্রি কাবিনমূলে বিবাহ করেন। তাদের দাম্পত্য জীবনে ২টি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। তিনি জীবন জীবিকার তাগিদে দীর্ঘদিন পূর্বে কুয়েতে চলে যান। বাড়িতে লাখ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার পাঠিয়েছি। এ সুযোগে মনোয়ারা বেগম প্রতিবেশি দুলাল মিয়ার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়। এ ঘটনা শুনতে পেয়ে তিনি ২৬ মার্চ কুয়েত থেকে দেশে ফিরে স্ত্রী ও দুলালের অপকর্মের প্রতিবাদ করলে তারা আমাকে অশ্রাব্য ভাবে গালিগালাজ করে এবং হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।
এ ব্যাপারে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার নং ১৬৪১/২২। এরপর স্ত্রী মনোয়ারা ও পরকিয়া প্রেমিক দুলাল মিয়ার হুমকির মুখে আমি সন্তানদের নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।