হবিগঞ্জ ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চুনারুঘাটে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল Logo জন্মদিন: একটি আত্ম-অন্বেষণের উপলক্ষ-শিক্ষক সাখাওয়াত হোসেন Logo মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নামফলকের উদ্বোধন Logo চুনারুঘাটের এ.জেট.টি মডেল একাডেমির জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন Logo প্রাথমিকের স্কুলে পবিত্র আল-কোরআনের ভাস্কর্য Logo সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা আসাদ মুরাদ তালুকদার প্রার্থী হিসেবে আলোচনায় Logo আজমিরীগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা Logo চুনারুঘাটে বিএনপির দুই প্রয়াত নেতা রাজন ও জলিলের করব জিয়ারত করলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম Logo মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি’র পতাকা তলে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই-সৈয়দ মোঃ ফয়সল Logo সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হলেন হবিগঞ্জের শেখ নাজমুল হক

চুনারুঘাট থানার পুলিশের ওপর হামলা ঘটনায় গ্রেফতার ১৫

চুনারুঘাট থানার পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (১এপ্রিল) শুক্রবার দিনব্যাপী  পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।  গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার দেউন্দি চা বাগানের সুরেন্দ্র চাষার ছেলে সন্তোষ চাষা (৪৫), মহেশ বাকতির ছেলে কার্তিক চন্দ্র বাকতি (৫১), সন্তান চাষার স্ত্রী মনজু চাষ (৪০), সুরেন্দ্র চাষার ছেলে সংকীর্তন চাষা (৪৮), সংকীর্তন চাষার ছেলে শংকু চাষা (১৯), মৃত যােগল বাড়াইকের ছেলে নারদ বাড়াইক (৪৫), জহর বাকতীর ছেলে জগদীশ বকতী (৪০), মানিক লাল কায়স্থর ছেলে রাজীব কায়স্থ (৩১), মৃত মন্টু মালের ছেলে দীপক মাল (৪০), মৃত হরিলাল বারেকের ছেলে দীনার বারেক (৪৫), মৃত ঠাকুর দাস সাওতালের ছেলে আপন সাওতাল (৪৫), শানু মুড়ার ছেলে অনিল মুড়া (৩৭), মৃত অনিল কালিন্দির ছেলে অর্জুন কালিন্দি (৩৮), মৃত আং সামাদের ছেলে মাে. সাহেদ মিয়া (২৭), মৃত রাজারাম সাওতালের ছেলে সুবল সাওতাল (৫০)।  এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়। আমরা মাদকের বিরুদ্ধে সব সময় সজাগ রয়েছে। নিয়মিত মাদক চোরা চালানের অভিযান করতে গিয়ে আমার পুলিশ সদস্যরা আহত হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দামসহ একদল পুলিশ উপজেলার ৪নং পাইকপাড়া ইউপির দেউন্দি চা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সূত্রে পাওয়া, গত বৃহস্পতিবার সাড়ে রাত ৯টার দিকে চুনারুঘাট থানা পুলিশ দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পেয়ে ড্রাম ভর্তি বিপুল পরিমাণ চোলাই মদসহ সন্তোষ নামে মাদক ব্যবসায়িকে আটক করে। তাকে সিএনজি করে নিয়ে যাওয়ার সময় একদল মাদক ব্যবসায়িরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এসআই তরিকুল ইসলাম, কনস্টেবল জুয়েল, ইমরান, লিটন, নির্মল আহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চুনারুঘাটে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল

চুনারুঘাট থানার পুলিশের ওপর হামলা ঘটনায় গ্রেফতার ১৫

আপডেট সময় ১২:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২

চুনারুঘাট থানার পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (১এপ্রিল) শুক্রবার দিনব্যাপী  পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।  গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার দেউন্দি চা বাগানের সুরেন্দ্র চাষার ছেলে সন্তোষ চাষা (৪৫), মহেশ বাকতির ছেলে কার্তিক চন্দ্র বাকতি (৫১), সন্তান চাষার স্ত্রী মনজু চাষ (৪০), সুরেন্দ্র চাষার ছেলে সংকীর্তন চাষা (৪৮), সংকীর্তন চাষার ছেলে শংকু চাষা (১৯), মৃত যােগল বাড়াইকের ছেলে নারদ বাড়াইক (৪৫), জহর বাকতীর ছেলে জগদীশ বকতী (৪০), মানিক লাল কায়স্থর ছেলে রাজীব কায়স্থ (৩১), মৃত মন্টু মালের ছেলে দীপক মাল (৪০), মৃত হরিলাল বারেকের ছেলে দীনার বারেক (৪৫), মৃত ঠাকুর দাস সাওতালের ছেলে আপন সাওতাল (৪৫), শানু মুড়ার ছেলে অনিল মুড়া (৩৭), মৃত অনিল কালিন্দির ছেলে অর্জুন কালিন্দি (৩৮), মৃত আং সামাদের ছেলে মাে. সাহেদ মিয়া (২৭), মৃত রাজারাম সাওতালের ছেলে সুবল সাওতাল (৫০)।  এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়। আমরা মাদকের বিরুদ্ধে সব সময় সজাগ রয়েছে। নিয়মিত মাদক চোরা চালানের অভিযান করতে গিয়ে আমার পুলিশ সদস্যরা আহত হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দামসহ একদল পুলিশ উপজেলার ৪নং পাইকপাড়া ইউপির দেউন্দি চা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সূত্রে পাওয়া, গত বৃহস্পতিবার সাড়ে রাত ৯টার দিকে চুনারুঘাট থানা পুলিশ দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পেয়ে ড্রাম ভর্তি বিপুল পরিমাণ চোলাই মদসহ সন্তোষ নামে মাদক ব্যবসায়িকে আটক করে। তাকে সিএনজি করে নিয়ে যাওয়ার সময় একদল মাদক ব্যবসায়িরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এসআই তরিকুল ইসলাম, কনস্টেবল জুয়েল, ইমরান, লিটন, নির্মল আহত হন।