হবিগঞ্জ জেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল উপজেলার শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ছিলো চোখে পড়ার মতো।
এদিকে, স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে দূর্জয় হবিগঞ্জে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ -৩ আসনের সংসদ এডভোকেট আবু জাহির এমপি, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী সহ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সর্ব অঙ্গনের মানুষেরা।