জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত আয়োজিত মেলা সমাপ্ত হয়েছে। আজ বুধবার ২৩ মার্চ দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।
৭ দিন ব্যাপী এই মেলা জমে উঠেছিলো। ছিল সব দারুণ আয়োজন।কবিতা আবৃত্তি, গান,ভাষণ,বিতর্ক প্রতিযোগিতা।
বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের ষ্টল ছিল মেলায়। যথাযথ আয়োজনের মধ্য দিয়ে ২৩ মার্চ(বুধবার) উক্ত মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।উক্ত আয়োজনে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মুক্তির উৎসবে অংশগ্রহণ করে ১ম স্হান অর্জন করে।এতে ১ম পুরস্কার গ্রহণ করেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মিনারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা প্রমুখ।এতে দলীয়, স্হানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।