অলীক স্বপ্ন -১
প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ
স্বপ্ন নিয়ে আসছি ভবে
স্বপ্নে ভুবন পাড়ি,
মিছে মায়ায় জড়িয়ে সবাই
জগৎ সংসার করি।
দু-দিনের জীবনরে ভাই
রাতের সপন যেমন,
আজীবন বেঁচে থাকবে
আছে কি কেউ এমন?
দিনে খাটি গাধার খাটনি
শুরু ভোর প্রভাত,
অলীক স্বপ্নে জড়িয়ে পড়ি
হলে গভীর রাত।
রংবাজ ছবি মুক্তি পেল
নাই টাকা পকেটে,
গভীর ঘুমে উড়ে এল
শ্রীদেবী রকেটে!!!
কানাই বাবু সানাই নিয়ে
হলো তাই হাজির,
পাত্র সাজে সজ্জিত হই
আনন্দে অধীর!!!