লাখাইয়ের স্বজনগ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী ২জনকে আটক করেছে পুলিশ। লাখাই স্বজনগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে ও এস আই মোঃ শাজাহানসহ পুলিশ রবিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিওিতে স্বজনগ্রাম নৌকা ঘাটে পুলিশ অভিযান চালায়। এসম ঝালকাটি জেলার নলচিটি উপজেলার খয়ারচর গ্রামের মৃত আতহার আলী খলিফার ছেলে সহিদ খলিফা(৫৩) ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা বেগম( ৩৪) কে ৫ কেজি গাঁজা সহ আটক করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানাযায়, সহিদ ও চম্পা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে গাড়ী যোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার জন্য আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই স্বজনগ্রাম নৌকা ঘাট এলাকা থেকে গাঁজা সহ তাদের কে আটক করেন। তিনি আরো জানান গাঁজার মূল্য ১লক্ষ টাকা।