মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে সারের ডিলারের মালিককে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে ৫হাজার টাকা অর্থদণ্ড করা হয়।আজ রোববার সকালে উপজেলার ছাতিয়াইন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মুল্য তালিকা না থাকায় ছাতিয়াইন বাজারের সারের ডিলার খুর্শেদ আলীর পুত্র আজদর মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজারের অন্যান্য ব্যবসায়ীদের দোকানে সাইনবোর্ড না থাকায় সতর্ক করে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।