চুনারুঘাটের রিগান কুমার কানু পেলেন “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড” ২০২১ পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি ছিলেন সজিব ওয়াজেদ জয়। পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। সঞ্চালনায় ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আশরাফি বিন মর্তুজা এমপি, ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এবছর সারাদেশ থেকে মোট ১৫জনকে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর আয়োজন করে। সিলেট বিভাগ থেকে একমাত্র রিগ্যান কুমার কানুকে মনোনীত করা হয়।