চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে ৩ লক্ষ টাকার ভারতীয় চা পাতা জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় চোরা-কারবারি পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনস্ত বাল্লা বিওপির বি আইপি সদস্য ল্যান্সনায়েক রফিকের তথ্যের ভিত্তিতে টহল কমাঃ জেসিও সুবেদার মোঃ আবু তাহেরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫ কেজি চা পাতা জব্দ করা হয়। আজ শুক্রবার (১৮ মার্চ) দুপুর ২টায় বাল্লা বিওপির দায়িত্ব পূর্ণ্য এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৬৮ হতে প্রায় ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গনকিরপাড় নামক স্থান হতে ভারতী চাপাতা ১ হাজার ৫৫ কেজি মালিক বিহীন আটক করা হয়েছে। যার বজার মূল্য তিন লক্ষ ১৬ হাজার পাঁচশত টাকা।
বাল্লা বিজিবি’র সুবেদার আবু তাহের বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।