ইনসি সিমেন্টের হালখাতায় ৫ম পুরস্কার পেলেন
চুনারুঘাটের মেসার্স হাজী মীর হোসেন ট্রেডার্স
এনসি সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠানে পঞ্চম পুরস্কার পেলেন চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মীর হোসেন ট্রেডার্স স্বত্বাধিকারি মোঃ সাজিদুল ইসলাম। আজ মঙ্গলবার ১৫ মার্চ দুপুরে ভৈরব উপজেলায় একটি রেস্টুরেন্টে উক্ত হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হালখাতা অনুষ্ঠান অয়োজন করেন মেসার্স শামসুদ্দিন এন্ড বাদ্রার্স।
হালখাতায় উপস্থিত ছিলেন- মেসার্স শামসুদ্দিন এন্ড বাদ্রার্স স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুদ্দিন, আলহাজ্ব জমসের উদ্দিন, এমদাদ আহমেদ, এনসি সিমেন্টের জিএম সুমন আহমেদ, চুনারুঘাটের সজিব এন্টারপ্রাইজের হুমায়ুন চৌধুরী কাজল, চুনারুঘাটের বিশিষ্টব্যবসায়ী আমিনুল ইসলাম সুজন, আমতলি বাজারের উজ্জ্বল এন্টারপ্রাইজের সেলিম আহমেদ, হাজী মীর হোসেন ট্রেডার্সের মোঃ সাজিদুল ইসলাম প্রমুখ।