এসএম শওকত আলী, চুনারুঘাটঃ
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে পাঁচ বালু ব্যবসায়ী আটক করা হয়। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৫টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মুড়িছড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়।
চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫জনকে আটক করে অর্থ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হল-চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের মরম আলীর ছেলে মোঃ শাকিল মিয়া (২০), মৃত রজব আলীর ছেলে মোঃ কদর আলী (৩৫), আঃ মন্নাফের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ ছোবাহানের ছেলে মোঃ স্বপন মিয়া (৩০) ও মৃত আমিন আলীর ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫)।
ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।