চুনারুঘাটের পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন এলাকা
থেকে চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন চুনারুঘাট ও বনবিভাগের সহায়তায় বিড়ালটি উদ্ধার করা হয়।
জানা যায়, পৌরসভার কাঁচাবাজার এলাকায় একটি দোকানের গলির মাঝে চিতা বিড়ালটি আটকে পড়ে থাকে। এসময় বাজার ব্যবসায়ীরা দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে। পরে বিষয় টি বনবিভাগকের লোকজন এসে চিতাবিড়াল জব্দ করে।
ওইদনি দুপুরে বনবিভাগ চিতাবিড়ালটি উদ্ধার শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, সাতছড়ি জাতীয় উদ্যানের ভারপ্রাপ্ত রেঞ্জার মাজহারুল ইসলামসহ বনের বিভিন্ন লোকজন।