চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজের কাছে সড়কে মোটরসাইকেকে চলন্ত অবস্থায় হৃদরোগে আক্তান্ত হয়ে ট্রাক্ট্রর চালক শাহজাহন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী জার্নেল নামে আরেক যুবক আহত হয়।
আজ (১মে) সোমবার রাত ৭টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত শাহজাহান মিয়া উপজেলার কাচুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত যুবক জার্নেল চুনারুঘাট শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা।
জানা যায়, শাহজাহান মিয়া ও জার্নেল মিয়া তারা দুজন মোটরসাইকেলযোগে শাহজানের শ্বশুড় বাড়েত বেড়াতে যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ করে শাহজাহানের হার্ট এট্যাটাক হয়। এসময় সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা এই দুর্ঘটনার সম্মুখীন হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন। তবে অন্য কোনো মোটরসাইকেলের সাথে সংঘর্ষ থেকে এই দুর্ঘটনা ঘটেনি। সম্ভবত চালক শাহজাহান মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনাটি ঘটে।