মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মাহফুজ মিয়া(৭৪)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত শুক্রবার (১৭জুন) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ দেবপুর ঈদগা মাঠে নামাযের জানাজা শেষে লক্ষিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ পর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃআলাউদ্দিন।
তিনি বীর মুক্তিযোদ্ধা মাহফুজ মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহম আলী, ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, মুক্তিযোদ্ধা দুলা মিয়া, জারু মিয়া, হিরা মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মাহফুজ মিয়া কিছুদিন ধরে হার্টের সম্যায়
অসুস্থতায় ভূগছিলেন, গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
মুত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।