আবৃত্তি শিল্প শিল্পকলার এক অন্যতম মাধ্যম। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আবৃত্তি শিল্পের চর্চা ও আবৃত্তি শিল্পের উৎকর্ষ সাধনে কাজ করে চলেছে নিরন্তর। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগী সংগঠন কথন আবৃত্তি সংসদ সিলেট তারই সহযাত্রী হিসেবে আবৃত্তি চর্চা ও শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ (৩১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কথন আবৃত্তি সংসদ সিলেটের আয়োজনে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় কথন আবৃত্তি পদক ও আবৃত্তি উৎসব ২০২২ অনুষ্ঠানের। বেলুন উড্ডয়নের মাধ্যমে কথন আবৃত্তি পদক ও আবৃত্তি উৎসব ২০২২-এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এরপরই জাতীয় সংগীত পরিবেশন করেন কথন আবৃত্তি পরিষদ এর সদস্যবৃন্দ ও উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ললিত মঞ্জরী সিলেট। কথন আবৃত্তি সংসদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ও এসএমপি সিলেটের উপপুলিশ কমিশনার ফয়সল মাহমুদ। আবৃত্তি শিল্পের উৎকর্ষ সাধনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের নন্দিত ১০জন আবৃত্তিশিল্পী ও সৃজনশীল সংগঠককে প্রদান করা হয় কথন আবৃত্তি পদক ২০২২। পদক প্রাপ্ত গুণীজনেরা হলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য রফিকুল ইসলাম ও মোকাদ্দেস বাবুল; বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুদুজ্জামান, কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান; বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু ও জয়দেব সাহা এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য শামস্ মিঠু। এরপরপরই পদক প্রাপ্ত গুণীশিল্পীদের পক্ষ থেকে অনুভূতি জ্ঞাপন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য রফিকুল ইসলাম। পদক প্রদান শেষে আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় পদকপ্রাপ্ত ১০জন গুণীশিল্পীসহ একক ও দলীয় আবৃত্তি পেিবশনায় ছিলেন শিরিন ইসলাম, মো. মনির হোসেন, উর্বশী আবৃত্তি পরিষদ, আবৃত্তি বিভাগ, জেলা শিল্পকলা একাডেমি সিলেট, মাভৈঃ আবৃত্তি সংসদ, মৃত্তিকায় মহাকাল, তারুণ্য, মুক্তাক্ষর, দীপ্তর্ষি ও কথন আবৃত্তি সংসদ সিলেট; নন্দিতা দত্ত, সুকান্ত গুপ্ত, সৈয়দ সাইমুম আনজুম ইভান, অমিত ত্রিবেদী ও আবু বকর মো. আল আমিন এবং যুগল পরিবেশনায় ছিলেন অসিত বরণ দাশ গুপ্ত ও পলা দাশ জুঁই। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন জেলা পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমি, সিলেট।