মাধবপুর উপজেলার রক্ত দান সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর উদ্যোগে বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩০ এপ্রিল) সকালে মোট ১০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। সংগঠনের নেতৃত্ববৃন্দগণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সুফল মোদক, সহ-পরিচালক আলী আফজাল খন্দকার,সহ-সভাপতি তইমুছ আলী, সদস্য আর কে পলাশ,শেখ নিহাল সজীব, আকাশ চৌধুরী, মেহরাব হক রেদোয়ান, আকাশ মোদক ও রায়হান শাহ্ এবং প্রবাসী ও দেশী সদস্যদের সহযোগিতায় এই সামগ্রী বিতরণ করা হয়।