মাধবপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে ২ শিক্ষকের মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। আতংকে ছোটাছুটি করে বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে সহস্রাধিক শিক্ষার্থী। শিক্ষকের মধ্যে চেয়ার ভাংচুর ও শারীরিক নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। আজ (৩০মার্চ) বুধবার দুপুরে উপজেলার জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে কৃষিশিক্ষা বিষয়ক শিক্ষক মোঃ মুসলেহ উদ্দিন ও ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী ফারুকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
স্কুলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন রুটিন তৈরিতে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষককে ক্লাস টিচারের দ্বায়িত্বে নিয়ে আসা, প্রাইভেট পড়ানো, উদ্দেশ্য মূলক ভাবে একাধিক শিক্ষিকার ১০ মাস ধরে বেতন বন্ধ রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার এবং অর্থনৈতিক ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে দুটি গ্রুপে বিভক্ত হয়ে চাপা ক্ষোভ বিরাজমান ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদশী জানান, আজ অনুমান সোয়া একটার দিকে কাজী ফারুক এবং মুসলেহ উদ্দিনের মাঝে হাতাহাতি হয়, ঝগড়ার একপর্যায়ে শিক্ষক রুমে একজন আরেকজনকে লক্ষ্য করে চেয়ার ছুড়াছুড়ি শুরু করলে বিদ্যালয়ের ৩ টি চেয়ার ভেঙ্গে গেছে। এ ব্যাপারে জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক মোঃ নুরুল্লা ভূঁইয়া সাথে যোগাযোগ করলে শিক্ষকদ্বয়ের মাঝে ঝগড়ার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, অচিরেই এ ঘটনার নিষ্পত্তি করা হবে।