এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জঃ
আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে উঠা একটি সংগঠন ( সমাজ সেবা) ফাউন্ডেশনের উদ্যোগে ও এমা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ (৪ই মার্চ) শুক্রবার সকাল ১১টায় হুইল চেয়ারগুলি সমাজসেবা ফাউন্ডেশনের সদস্যরা অসহায় প্রতিবন্ধীদের মাঝে তুলে দেন।
আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের সাধারন ছাত্র-ছাত্রীদের উদ্যোগের জন্য সবার কাছে প্রশংসা ভাসছেন সমাজ সেবা ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ। পাহাড়পুর কলেজের প্রফেসর সুভাষ দাসের সভাপতিত্বে ও ছাত্র রাসেল দাস দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৩নং বদলপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জয়দেব দাস, ৫নং ওয়ার্ডের মেম্বার অরুন তালুকদার , ৪নং ওয়ার্ডের মেম্বার
অদ্বৈত্য তালুকদার। এসময় উপস্থিত ছিলেন-
শ্রীকৃষ্ণ তাং, লিটন দাস, বিলাশ তাং, প্রিয়াস তাং, স্বাগতম দাস, বিষ্ণু দাস, রান্টু দাহ, অরুপ চৌধুরী। সমাজসেবা ফাউন্ডেশন কর্তৃক হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।