আলোকিত ডেস্কঃ
কোভিড-১৯ করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে চলমান সকল বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
আগামী ২২ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পর থেকে দেশে থাকছে না কোনো বিধিনিষেধ।
এমনটিই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ২ টায় সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।
এসময় তিনি জানান, ২৬ ফেব্রুয়ারির মধ্যে সারাদেশে ১ কোটি টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এছাড়া আগামী ১ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে প্রাক প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও পরে খোলা হবে।