আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
৯ মার্চ (৮রমজান) রবিবার আমুরোড বাজার সংলগ্ন শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মোস্তফা হোসাইন মস্তু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর কাজী মাওলানা মোঃ মুখলিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোঃ ইদ্রিছ আলী, সেক্রেটারী মীর সাহেব আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এমদাদুল হক চৌধুরী, ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ নুরল ইসলাম সাজল, সাবেক ছাত্রনেতা মোঃ কাজল, আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রটারী মোঃ সোহেল মিয়া, কাতার প্রবাসী ব্যবসায়ী জামায়াত নেতা মাহমুদুল হাসান শিবলী ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক বিস্তারিত আলোচনা করেন এবং সততা ও আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি উপস্থিত মুসুল্লিগণের সমর্থন প্রত্যাশা করেন।