ফ্যাসিবাদ আজ পালিয়ে বেড়াচ্ছে! কিন্তু দেশের মানুষ এই মূহুর্তে অন্যান্য রাজনৈতিক দলকেও শতভাগ বিশ্বাস করতে পারছে না।
কাজেই পরবর্তীতে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে সেই আস্থার জায়গাটা রাজনৈতিক দলগুলোরই তৈরি করতে হবে।
দখল বানিজ্য, প্রাকৃতিক সম্পদ লুট, চাঁদাবাজী, প্রতিশোধ গ্রহণের মানসিকতা থাকলে ছাত্র-জনতা তাদেরও প্রতিহত করবে। এই প্রজন্ম কাকে কতোটা জোরে আছাড় দিতে পারে তা সকলেরই মাথায় রাখা দরকার।
ফ্যাসিবাদের বিকল্প আরেক ফ্যাসিবাদ কাম্য হতে পারে না। আপনি সুশাসন নিশ্চিত করবেন তা আগে প্রমাণ করুন।
মনে রাখতে হবে এই সরকার কোন তত্ত্বাবধায়ক সরকার নয়। ছাত্র-জনতা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে অসংখ্য জীবনের বিনিময়ে তাদের পরাজিত করেছে। তারাই বিপ্লবী সরকার বসিয়েছে।
সুতরাং সোজাপথে না হাঁটলে মঞ্জিলে মাকসুদে পৌঁছা কোনদিনই সফল হবে না।
মোহাম্মদ সুমন
সংবাদিক ও কলাম লেখক