হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম সানজিদা বেগম (১২)।
সানজিদার পিতার নাম নয়ন মিয়া।নয়নের বাড়ি সিলেট শহরে।তিনি পশ্চিম মাধবপুরের হাজী রবিউলের বাড়ির ভাড়াটিয়া।
সাানজিদার মা হনুফা একটি ক্লিনিকে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তোফাজ্জল হোসেন জানান, আজ (বুধবার) বিকাল সাড়ে ৩ টায় পুকুরের পানি থেকে উদ্ধার করে সানজিদাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনেরা।এর আগেই তার মৃত্যু হয় বলে তোফাজ্জল হোসেন জানান।
মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই জিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।