চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার-২০২৩-২০২৫ সালের ২ বছর মেয়াদী কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় চুনারুঘাট মধ্যবাজারে অবস্থিত সংস্থার অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক প্রতিদিনের সংবাদের চুনারুঘাট প্রতিনিধি ও চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাছান আলীকে সভাপতি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটনকে সহ-সভাপতি, দৈনিক নয়া শতাব্দীর চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি যুগ্ন-সম্পাদক ও দি নিউ নেশন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি ফারুক মাহমুদকে যুগ্ন-সাধারণ সম্পাদক, দৈনিক বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রায়হান আহমেদকে সাংগঠিনক সম্পাদক, দি আওয়ার টাইম পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি আব্দুল হাই প্রিন্সকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।
এ উপলক্ষে সংস্থার বিদায়ী সভাপতি দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক তরফদার মাসুম, দৈনিক ইনকিলাবের চুনারুঘাট প্রতিনিধি এসএম সুলতান খান, ক্রিড়া সম্পাদক এস.আর রুরেল মিয়া, দৈনিক সিলেটর মিরর এর চুনারুঘাট প্রতিনিধি এসএম জিলানী আখনজী প্রমূখ।