সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্টস (জাওয়াজাত) জানিয়েছে, কোন অবস্থাতেই কোন ভ্রমণকারী ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট বা ইকামা তে পরিবর্তিত করতে পারবেন না।
সৌদি ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করা যাবে না। জাওয়াজাত
সৌদি নিবাসী মানুষদের মনে বেশ কিছুদিন ধরেই একটি প্রশ্ন কাজ করছিলো যে কোন ফি প্রদান করে সৌদি ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট বা ইকামা তে পরিবর্তন করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তরেই এই বিষয়ে ঘোষণা দিয়েছে জাওয়াজাত।
জাওয়াজাত গণমাধ্যমকে জানিয়েছে, কোন পরিস্থিতিতেই ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট বা ভিজিট ভিসায় পরিবর্তন করতে পারবেন না সৌদি আরবে প্রবেশকৃত ভ্রমণকারী।
এছাড়াও জাওয়াজাত জানিয়েছে, যারা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন, তারা কোন অবস্থাতেই সৌদি আরবের কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম অমান্য করেন তবে ভ্রমণকারীকে এবং তিনি যেই প্রতিষ্ঠানে কাজ করবেন, সেই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।