হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জে বহালের দাবি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।
হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই বহালের দাবিতে এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জের একটি গৌরবময় প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন। ভোগলিক অবস্থানের কারনেও হবিগঞ্জ মেডিকেল কলেজ উপযোগী।
কোন বিষয় বিবেচনায় হবিগঞ্জ থেকে মেডিকেল কলেজ সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে তা বুঝে আসছে না। হবিগঞ্জের মেডিকেল কলেজ হবিগঞ্জেই রাখতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।