চুনারুঘাটে স্বপ্নছোঁয়া প্রগতি সংসদ কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ১ মার্চ ২০২৫ শনিবার সকাল ১০ ঘটিকায় চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বপ্নছোঁয়া প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাউছার আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, স্বপ্নছোঁয়া প্রগতি সংসদের উপদেষ্টা ও গোগাউড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, পাইকপাড়া আজগর আহমদ দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের শানু, সিরাজনগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ সাহিদুর রহমান, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ সালেহা খানম, সাইয়্যেদ কুতুবুল আইলিয়া দাখিল মাদ্রাসায় সুপার কাজী ফজলুল হক, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রুমন, রাণীগাঁও দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুসলিম খান, এক্সিম ব্যাংক পিএলসি শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মন্নান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য ২০২৪ সালে স্বপ্নছোঁয়া প্রগতি সংসদ মেধাবৃত্তি পরীক্ষায় ৩য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৫২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৩ টি ট্যালেন্টপুলসহ সর্বমোট ১৪৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।