অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আজও অভিযান পরিচালনা করেছে প্রশাসন। ২ ফ্রেবুয়ারি, রবিবার দুপুর ১২ ঘটিকা হতে বিকাল ৪ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্টের যৌথ অভিযান পরিচালনা করা হয় ৷
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।
অভিযানে উবাহাটা বালুমহালের ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়৷
এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ০৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে আনা হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
আলোকিত হবিগঞ্জের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন- আমরা পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত রাখবো।