শায়েস্তাগঞ্জ উপজেলার তারুণ্যের উৎসব উপলক্ষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দেশ নাট্য গোষ্ঠী শিল্পীদের দলীয় সংগিতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ ফরহাদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি মিজানুর রহমান সুমন সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন।
অনুষ্ঠানে গান , নাচ ও নাটক প্রদর্শন করা হয়।