চুনারুঘাটে লাভজনক পদ্ধতিতে সুগারক্রপ চাষাবাদ শীর্ষক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন চুনারুঘাট বিএসআরআই উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ ডা. মােঃ মাহবুবর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার ঈশ্বরদীই বিএসআরআই মহাপরিচালক কবির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিন মিয়া, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সজীব হোসেন সহ অনেকই।