হবিগঞ্জ ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বাধীনতার ৫৪ বছর পরেও মাধবপুর থানায় ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধে লাগানো বিকৃত ইতিহাস Logo ভূমি প্রশাসন সহকারী সমিতির জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান Logo চুনারুঘাট প্রাণী সেবা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আত্মপ্রকাশ Logo চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৪ হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ Logo তৌহিদীর জনতার নামে তাবলীগের মুসল্লীদের ‘কাফের’ ঘোষণা দিয়ে মসজিদে হামলা Logo চুনারুঘাটে চাঁদাবাজী ও মারপিটের মামলা করায় বাদী ও স্বাক্ষীর ৭০টি ফলজাত গাছ কর্তন  Logo হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় উদ্যোগে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ Logo মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনার আসামী আদালতে হাজির, কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রকে পিটিয়ে আহত Logo বাহুবলে রশিদপুর গ্যাসফিল্ডে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতি

শেখ হাসিনা দেশ পলায়নে চুনারুঘাটে আন্দের বন্যা-সর্বত্র মিষ্টি বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের মধ্য দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, এরকম প্লেকার্ড ও দেশ স্বাধীনের গানে স্লোগানে মুখরিত চুনারুঘাট উপজেলা সদর।

দেশীয় বাধ্যযন্ত্র বাশি, হাড়ি পাতিলে আওয়াজ তুলে মিছিলে মিছিলে শহর প্রদক্ষিণ করে শিশু , কিশোর ছাত্র/ছাত্রী, বিএনপি, ছাত্রদল, যুবদল ও গ্রামগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ মিছিলে অংশ নেয়ে।

মিছিলটি সকলের মুখে মুখে স্বাধীনতা তুমি ফিরে এসছো আবার। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় চুনারুঘাট মধ্য বাজারে জড়ো হয় তারা। তাদের সকলের চোখেমুখে এখন আনন্দ দেখা যাচ্ছে।

দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করতেও দেখা গেছে । আনন্দ মিছিলে যোগ দিয়েছে বিএনপি অঙ্গসংগঠন, শিক্ষার্থী ছাড়াও দিনমজুর এবং রিকশা চালকরাও।

সবাই যার যার মতো আনন্দ করছে। জানতে চাইলে এক শিক্ষার্থী সুহাগ বলেন, আমরা জানতে পেরেছি সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এবং খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমাদের জয় হয়েছে।

বিকেল ৪টার দিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌর শহরে আরো বড় বড় মিছিল নিয়ে প্রবেশ করে আনন্দ উল্লাস করে ছাত্রজনতা। চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ বলেন, গত ১৫টি বছর এ দেশের মানুষ একটি কারাগারে ছিলো, এই দেশের মানুষ পরাধীন ছিলো।

আজকে এদেশের মানুষের স্বাধীনতা অর্জন হয়েছে। এই দেশ থেকে ফ্যাসিস্ট এক নায়কতন্ত্রী শেখ হাসিনার পলায়নের মধ্যদিয়ে।

আজকের এ বিজয়ের জন্য দেশের ছাত্রজনতার প্রতি স্যালুট জানিয়ে যারা আন্দালনে প্রাণ হারিয়েছেন তাদের বিচার দাবী করছেন। পাশাপাশি সবাইকে ধর্য্য ধারনের আহবান এবং কোন ষড়যন্ত্রের ফাদে পড়ে বিশৃংখলা না করার আহবান জানান।

এ সময় সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক , যুবদল নেতা সৈয়দ আবু নাঈম হালিম, আজাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক অরিফুর রহমান, সদস্য সচিব মারুফ আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন, সদস্য সচিব শাহ প্রান্ত, ছাত্রদল নেতা শাহনেওয়াজ সহ আরো অনেকেই ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ৫৪ বছর পরেও মাধবপুর থানায় ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধে লাগানো বিকৃত ইতিহাস

শেখ হাসিনা দেশ পলায়নে চুনারুঘাটে আন্দের বন্যা-সর্বত্র মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৮:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের মধ্য দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, এরকম প্লেকার্ড ও দেশ স্বাধীনের গানে স্লোগানে মুখরিত চুনারুঘাট উপজেলা সদর।

দেশীয় বাধ্যযন্ত্র বাশি, হাড়ি পাতিলে আওয়াজ তুলে মিছিলে মিছিলে শহর প্রদক্ষিণ করে শিশু , কিশোর ছাত্র/ছাত্রী, বিএনপি, ছাত্রদল, যুবদল ও গ্রামগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ মিছিলে অংশ নেয়ে।

মিছিলটি সকলের মুখে মুখে স্বাধীনতা তুমি ফিরে এসছো আবার। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় চুনারুঘাট মধ্য বাজারে জড়ো হয় তারা। তাদের সকলের চোখেমুখে এখন আনন্দ দেখা যাচ্ছে।

দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করতেও দেখা গেছে । আনন্দ মিছিলে যোগ দিয়েছে বিএনপি অঙ্গসংগঠন, শিক্ষার্থী ছাড়াও দিনমজুর এবং রিকশা চালকরাও।

সবাই যার যার মতো আনন্দ করছে। জানতে চাইলে এক শিক্ষার্থী সুহাগ বলেন, আমরা জানতে পেরেছি সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এবং খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমাদের জয় হয়েছে।

বিকেল ৪টার দিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌর শহরে আরো বড় বড় মিছিল নিয়ে প্রবেশ করে আনন্দ উল্লাস করে ছাত্রজনতা। চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ বলেন, গত ১৫টি বছর এ দেশের মানুষ একটি কারাগারে ছিলো, এই দেশের মানুষ পরাধীন ছিলো।

আজকে এদেশের মানুষের স্বাধীনতা অর্জন হয়েছে। এই দেশ থেকে ফ্যাসিস্ট এক নায়কতন্ত্রী শেখ হাসিনার পলায়নের মধ্যদিয়ে।

আজকের এ বিজয়ের জন্য দেশের ছাত্রজনতার প্রতি স্যালুট জানিয়ে যারা আন্দালনে প্রাণ হারিয়েছেন তাদের বিচার দাবী করছেন। পাশাপাশি সবাইকে ধর্য্য ধারনের আহবান এবং কোন ষড়যন্ত্রের ফাদে পড়ে বিশৃংখলা না করার আহবান জানান।

এ সময় সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক , যুবদল নেতা সৈয়দ আবু নাঈম হালিম, আজাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক অরিফুর রহমান, সদস্য সচিব মারুফ আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন, সদস্য সচিব শাহ প্রান্ত, ছাত্রদল নেতা শাহনেওয়াজ সহ আরো অনেকেই ।