হবিগঞ্জ ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনার আধুনিক চিন্তা ধারায় বদলে গেল কৃষিখাত, ব্যারিস্টার সুমন Logo কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাদের কাম কি? মানুষের টাকা মেরে দেয়া, ব্যারিস্টার সুমন Logo বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা Logo বাহুবলে রাতের আধারে প্রবাসীর ১৮ টি ফসলি গাছ কর্তন, লাখ টাকা ক্ষয়ক্ষতি Logo চুনারুঘাটে ৬ মাসের গর্ভবতী গৃহবধূকে মারপিট ও যৌতুকের মামলায় স্বামী সুলতান গ্রেফতার Logo হবিগঞ্জ সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসরে স্বাধীনতার কবিতাসন্ধ্যা Logo চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধার: গ্রেফতার একজন” Logo আমার স্ত্রী সন্তানদের কোনো সম্পত্তির মালিক হতে দিব না, ব্যারিস্টার সুমন Logo আইনশৃঙ্খলায় অবদান রাক্ষায় জেলার শ্রেষ্ঠ হলেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় Logo চুনারুঘাটে এফ.এন ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান গিয়াস উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল
আমার শরীরের এমন কোন স্থান নাই তারা আঘাত করেনি।

চুনারুঘাটে যৌতুকের দাবীতে গর্ভবতী গৃহবধুকে ৫ দিন যাবৎ অমানুষিক নির্যাতন : ৯৯৯ কল পেয়ে উদ্ধার করল পুলিশ

চুনারুঘাটে যৌতুকের দাবীতে ৬ মাসের গর্ভবতী গৃহবধু মোছাঃ রিমা আক্তার (২২) কে ৫ দিন যাবৎ অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী-সতীনসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে। গত (৩ এপ্রিল) বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার এসআই ছদরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী গ্রাম থেকে আহত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করেন।

পরিবার সূত্রে জানাযায়, চুনারুঘাট উপজেলার দ্বি-মাগুরুন্ডা গ্রামের মোঃ আলফু মিয়ার মেয়ে রিমা আক্তারের সাথে একই উপেজেলা শানখলা ইউনিয়নের ডেওয়াতলী গ্রামের নবির হোসেন সানুর ছেলে সুলতান হোসেনের সাথে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ের মাস তিন এক যেতে না যেতেই রিমার উপর শুরু হয় যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের নির্যাতন।

এছাড়াও রিমা স্বামী সুলতানসহ শ্বশুর-শাশুড়ি নির্যাতনের অভিযোগ রয়েছে। তাদের বিয়ের ৪ মাস পর সুলতান ফের বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসে। সে দ্বিতীয় বিয়ে করার পর নির্যাতনের মাত্রা দিন দিন আরে বাড়তে থাকে। এতো দিন শুধু সুলতানসহ তার বাবা-মা যৌতুকের জন্য নির্যাতন করত। কিন্তু সে দ্বিতীয় বিয়ে করার পর তার বউকে নিয়ে রিমার উপর নির্যাতন চালাত।

সর্বশেষ গত এক সপ্তাহ ধরে বাড়ির একটি রুমে বন্ধ রেখে নির্যাতন করে স্বামী সুলতান ও তার দ্বিতীয় স্ত্রী। শ্বশুর-শাশুড়ি ও স্বামীর নির্যাতন সইতে না পেরে প্রাণে বাচার জন্য রিমা ৯৯৯ কল করে চুনারুঘাট থানায়। পরে থানার এসআই ছদরুল আমিন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রিমাকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে ওই গৃহবধু তার চাচার জিম্মায় দেয়া হয়।

পরবর্তীতে রিমা অবস্থা অবনতি হওয়ায় পরিবারের লোকজন চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক রিমাকে আল্টাসুনোগ্রাম সহ কয়েকটি টেস্ট করাতে পরামর্শ দেন। রিপোর্ট দেখে ডাক্তার জানিয়েছেন তার গর্ভের সন্তানের অবস্থা খুবই আশঙ্ককাজনক অবস্থায় রয়েছে।

আহত রিমা আক্তার জানান-আমার স্বামী, শাশুড়ী ও সতীনও আমাকে বিভিন্ন সময় মারপিট করত। আমার গরীব পিতা তাদের যৌতুকের চাহিদা পূরণ করতে না পাড়ায় প্রায় সময়ই আমার স্বামী আমার গায়ে হাত তুলত।

সর্বশেষ ৫দিন যাবৎ পরিবার সবাই মিলে আমার শরীরের এমন কোন স্থান নাই তারা আঘাত করেনি। আমার শাশুড়ি গরম পানি দিয়ে আমার শরিরের ঢেলে দিয়ে নির্যাতন করেছে।

আমার স্বামী আমার পেটে অনেকগুলো লাতি মেরেছে। যা এখনো আমি পেট ব্যাথায় চটপট করছি। এমনকি আমার গর্ভের সন্তান তাদের হাত থেকে রা পায় নি। ডাক্তার বলেছেন এখনো আমার গর্ভের সন্তান আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমি যৌতুক লোভী পাষাণদের বিচার চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

শেখ হাসিনার আধুনিক চিন্তা ধারায় বদলে গেল কৃষিখাত, ব্যারিস্টার সুমন

আমার শরীরের এমন কোন স্থান নাই তারা আঘাত করেনি।

চুনারুঘাটে যৌতুকের দাবীতে গর্ভবতী গৃহবধুকে ৫ দিন যাবৎ অমানুষিক নির্যাতন : ৯৯৯ কল পেয়ে উদ্ধার করল পুলিশ

আপডেট সময় ১২:৫০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

চুনারুঘাটে যৌতুকের দাবীতে ৬ মাসের গর্ভবতী গৃহবধু মোছাঃ রিমা আক্তার (২২) কে ৫ দিন যাবৎ অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী-সতীনসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে। গত (৩ এপ্রিল) বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার এসআই ছদরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী গ্রাম থেকে আহত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করেন।

পরিবার সূত্রে জানাযায়, চুনারুঘাট উপজেলার দ্বি-মাগুরুন্ডা গ্রামের মোঃ আলফু মিয়ার মেয়ে রিমা আক্তারের সাথে একই উপেজেলা শানখলা ইউনিয়নের ডেওয়াতলী গ্রামের নবির হোসেন সানুর ছেলে সুলতান হোসেনের সাথে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ের মাস তিন এক যেতে না যেতেই রিমার উপর শুরু হয় যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের নির্যাতন।

এছাড়াও রিমা স্বামী সুলতানসহ শ্বশুর-শাশুড়ি নির্যাতনের অভিযোগ রয়েছে। তাদের বিয়ের ৪ মাস পর সুলতান ফের বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসে। সে দ্বিতীয় বিয়ে করার পর নির্যাতনের মাত্রা দিন দিন আরে বাড়তে থাকে। এতো দিন শুধু সুলতানসহ তার বাবা-মা যৌতুকের জন্য নির্যাতন করত। কিন্তু সে দ্বিতীয় বিয়ে করার পর তার বউকে নিয়ে রিমার উপর নির্যাতন চালাত।

সর্বশেষ গত এক সপ্তাহ ধরে বাড়ির একটি রুমে বন্ধ রেখে নির্যাতন করে স্বামী সুলতান ও তার দ্বিতীয় স্ত্রী। শ্বশুর-শাশুড়ি ও স্বামীর নির্যাতন সইতে না পেরে প্রাণে বাচার জন্য রিমা ৯৯৯ কল করে চুনারুঘাট থানায়। পরে থানার এসআই ছদরুল আমিন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রিমাকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে ওই গৃহবধু তার চাচার জিম্মায় দেয়া হয়।

পরবর্তীতে রিমা অবস্থা অবনতি হওয়ায় পরিবারের লোকজন চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক রিমাকে আল্টাসুনোগ্রাম সহ কয়েকটি টেস্ট করাতে পরামর্শ দেন। রিপোর্ট দেখে ডাক্তার জানিয়েছেন তার গর্ভের সন্তানের অবস্থা খুবই আশঙ্ককাজনক অবস্থায় রয়েছে।

আহত রিমা আক্তার জানান-আমার স্বামী, শাশুড়ী ও সতীনও আমাকে বিভিন্ন সময় মারপিট করত। আমার গরীব পিতা তাদের যৌতুকের চাহিদা পূরণ করতে না পাড়ায় প্রায় সময়ই আমার স্বামী আমার গায়ে হাত তুলত।

সর্বশেষ ৫দিন যাবৎ পরিবার সবাই মিলে আমার শরীরের এমন কোন স্থান নাই তারা আঘাত করেনি। আমার শাশুড়ি গরম পানি দিয়ে আমার শরিরের ঢেলে দিয়ে নির্যাতন করেছে।

আমার স্বামী আমার পেটে অনেকগুলো লাতি মেরেছে। যা এখনো আমি পেট ব্যাথায় চটপট করছি। এমনকি আমার গর্ভের সন্তান তাদের হাত থেকে রা পায় নি। ডাক্তার বলেছেন এখনো আমার গর্ভের সন্তান আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমি যৌতুক লোভী পাষাণদের বিচার চাই।