হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলায় ৮২৫১ জন উপকারভোগীকে ১৫ টাকা দামে মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হয়।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১৬ জন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা হচ্ছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর নিদের্শনায় বিক্রয় কার্যক্রমে খাদ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মরত বিভিন্ন কর্মকর্তা তাছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিগণ ডিলারদের বিলি বিতরণ তদারকি করছেন। বিক্রয় কেন্দ্রগুলোতে আসা ভোক্তাগনের সাথে আলোচনায় জানা যায়, ১৫ টাকায় চাল পেয়ে খুশি। তবে তারা জানান বারো মাস এ সুবিধা পেলে আরো ভাল হত। হ
বিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস জানান, বিভিন্ন কারণে বাদ পড়া উপকারভোগীরা এ প্রান্তিকে চাল পাবেন না। আগামীতে যাচাই কাজ সম্পন্ন হলে বাদ পড়া উপকারভোগীগণ চাল পাবেন। তিনি আরো বলেন, বিভিন্ন বিক্রয় কেন্দ্র আমরা সরেজমিন পরিদর্শন করেছি। আমরা কোন অনিয়ম বা অসঙ্গতি পাইনি। ভোক্তাগণ সুশৃংঙ্খলভাবে লাইনে দাড়িয়ে চাল গ্র্রহণ করছেন।
খাদ্যবান্ধব ডিলারদের নিদের্শনা দেওয়া আছে যে, কোন উপকারভোগীর সাথে খারাপ আচরণ করা যাবে না। ভোক্তাগণের সাথে হয়রানিমূলক বা খারাপ আচরণ প্রদর্শিত হলে এবং তা প্রমানিত হলে সে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে খাদ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মরত বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিগন সর্বাত্বক সহযোগীতা করে যাচ্ছেন।