হবিগঞ্জের মাধবপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাধবপুর উপজেলা শাখার কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কাজী নাজিম হোসেন, সহ: সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য্য, আখতারুল আলম,এখলাছুর রহমান, প্রনব মালাকার, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম খান, টিনা পাল প্রমূখ।
সভায় সমিতির আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচন, ইউনিয়ন ভিত্তিক সমন্বয় সভার আয়োজন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ভুমিকা রাখা ইত্যাদি বিষয় আলোচনা শেষে উপজেলা শহীদ মিনারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই মেলা পরিদর্শন-ক্রয় ও কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।