বাহুবলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস(২০২৩) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ (১৩ অক্টোবর) শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও মীর জাকারিয়া হুসাইন নয়নের সঞ্চালনায় প্রথমেই উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে সকাল সাড়ে ১১ টার সময় কোরআন তেলায়তের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, সহকারী প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম,ওয়ার্ড মেম্বার বিলাত মিয়া, সংরক্ষিত মহিলা মেম্বার হামিদা বেগম সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।